বুধবার, ২৮ জুন, ২০১৭

মখছুছ চৌধুরীর লেখা কবিতা 28 June 2014 · #চিরকুট


 
 
মখছুছ চৌধুরীর লেখা কবিতা 
28 June 2014
ও প্রেয়সী বর্ষা আমার,
পত্রে ফুলের সুভাস নিও,
নিও ভালোবাসা
কদমফুলের গুচ্ছে বাঁধা
মনটি নিও খাসা
যুগল পায়ে আলতা নিও
রংধনু লাল থেকে
বুক ভরা নীল কষ্ট থেকে
টিপ নিও সই এঁকে
অঙ্গে নিও আলোর চাদর
জোনাকজ্বলা রাতের
দিন সারারাত সুর যেন হয়
কাঁকন তোমার হাতের
রিম ঝিমঝিম বৃষ্টিরা হোক
তোমার পায়ে নুপুর
সুরে সুরে বাজতে থাকুক
সন্ধ্যে সকাল দুপুর
সুরের ছোয়ায় বনের ময়ুর
নাচুক পেখম খুলে
পানকৌড়ি ডুবসাতারে
দিক পাড়ি দেশ ভুলে
খোপায় নিও জুঁই চামেলী
হলুদগাঁদার সাজে
মাঝদিঘীতে শাপলা যেন
মুখটি লুকায় লাজে
আসবে প্রিয়ে ঘোমটা মেঘের
মুখের উপর দিয়ে
কালান্তরের ধরবো পাড়ি
কেবল তোমায় নিয়ে ।
LikeShow More R

1 টি মন্তব্য:

  1. If you're trying to lose weight then you need to start using this brand new custom keto plan.

    To create this keto diet service, licenced nutritionists, fitness couches, and professional chefs united to develop keto meal plans that are efficient, painless, price-efficient, and satisfying.

    From their grand opening in early 2019, 1000's of individuals have already completely transformed their body and health with the benefits a great keto plan can provide.

    Speaking of benefits: in this link, you'll discover 8 scientifically-confirmed ones given by the keto plan.

    উত্তরমুছুন