ভাষা আন্দোলনের শহীদ ও অনুগামীদের শ্রদ্ধা জানাই...
একুশে ফেব্রুয়ারী
একুশে ফেব্রুয়ারী
।।হিল্লোল রায় ।।
বছর ঘুরে আবার এলো একুশে ফেব্রুয়ারী ,
প্রিয়জনদের বিয়োগ ব্যথা কি সহজে ভুলতে পারি ?
ফাঁসীর কাঠে প্রাণটা দিয়ে জীবন্ত হলো যাঁরা ,
তাঁরাই মোদের প্রতিনিধি, নয়কো বদ্ধ কারা ।
প্রতিরোধের আগুন জ্বেলে ছিঁড়লো যাঁরা জাল ,
জাগবে তাঁরা স্মৃতিপটে, রইবে চিরকাল ।
শত্রু জালে বদ্ধ হলেও দেয় নি নাকে খৎ ,
আমাদের ভাই সালাম, জব্বার, রফিক, বরকত্ ।
কি যাদু জানতো তাঁরা ?
করলো মোদের পাগলপারা?
অগ্নিপানে ধেয়েছিনু সব ভস্ম করি শোষণ যন্ত্র ,
ছিনিয়ে এনু মাতৃভাষা, শুনি নাই গো কুমন্ত্র ।
অত্যাচারীর বাঁধটা ভেঙে মিটলো অভিলাষ ,
ফিরে পেলেম বাংলাভাষা ফেলি দীর্ঘশ্বাস ।
মাতৃভাষার স্বাধীনতা আজ লাগায় মনে দোলা ,
শহীদজনের রাঙা রক্ত থাকবে মাথায় তোলা ।
নিঃস্বজন ও সর্বহারার ভাঙলো পাঁজর যারা ,
প্রতিবাদের ঝঞ্ঝাবানে কোথায় গেলো তারা ?
রক্তশোষক ও পৃষ্ঠপোষক জনতার অবক্ষয় ?
চঞ্চল-হিল্লোলে-কল্লোলময়?
বজ্রানলে অত্যাচারীর অস্থি পেলো সাজা ,
আমরা লভি রাষ্ট্রভাষা, সদ্যজাত রাজা ।
ভাষার লাগি আজকে সঁপি লক্ষ-কোটি-মন ,
বাংলা মোদের রাষ্ট্রভাষা জ্বলবে অনুক্ষণ ।
দূর্বাদলে এগিয়ে চলি
সড়ক-সৌধ-কানাগলি ।
গৃহগোঠে মিলি আজ,
মুখ বুঁজে করি কাজ;
ভাষার তরে শপথ করি ,
নিপীড়িতের শংকা হরি ,
লড়বো মোরা মুক্ত মনে ,
যুঝবো শোষক সংগোপনে ;
শতশহীদের রক্তমালা ,
হোক না মোদের বরণডালা ,
কষ্টে পেনু মাতৃভাষা ,
বাংলা মোদের রাষ্ট্রভাষা, বাঁচবে চিরদিন ।
তোমরা শুধু মনে রেখো ,
সময় পেলে ভেবেও দেখো ,
পূব দিগন্তে রবির আলো
ফেলবে ধুয়ে মনের কালো ,
নির্য্যাতিতের রাঙা রক্ত হবে না কভু লীন ।
বছর ঘুরে আসবে আবার একুশে ফেব্রুয়ারী ,
রফিক, বরকত্ ও সালাম, জব্বার থাকবে শিরোপরি ।।
একুশে ফেব্রুয়ারী, ২০১৪
@হিল্লোল রায়