শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪

এক মিথ্যা চাপাতে আরেক মিথ্যা বলে ,




এক মিথ্যা চাপাতে আরেক মিথ্যা বলে ,

এক সত্য চাপাতে আরেক মিথ্যা বলে ,


মিথ্যার জঞ্জালে পূর্ণ , মানুষের প্রতীক ! 


,
কোন মানুষ এরা ? এরা মায়ের প্রতীক ?


 
না মা’ ,না মাটি , না মানুষ ! তবে এরা কি ?


সেটাই ত প্রশ্ন ! বল তোমরা এরা কি ?

যাদবপুর দিচ্ছে ডাক ___________________ অলভ্য ঘোষ




যাদবপুর দিচ্ছে ডাক
___________________
অলভ্য ঘোষ
যাদবপুর দিচ্ছে ডাক 
প্রতিবাদ ভাষা পাক ।
তোমার সুর আমার সুর ।
জেগে ওঠা যাদবপুর ।
যাদবপুর দিচ্ছে ডাক
হামলা করবি করতে থাক ।
ছাত্র রক্ত ঝরে ঝরুক;
আন্দোলন আজ আগে বাড়ুক ।
যাদবপুর দিচ্ছে ডাক
স্কুল কলেজ আজ স্থগিত থাক ।
বাংলা মায়ের দামাল ছেলে
আয়রে আয় ক্যারিয়ার ফেলে ।
যাদবপুর দিচ্ছে ডাক
নংরা রাজনীতি নিপাত যাক ।
মহা-মিছিলে পা মেলাও
ভ্রষ্টাচারীর জবাব চাও !
যাদবপুর দিচ্ছে ডাক
ছাত্র সমাজ দিশা-পাক ।
মা যে তোদের বন্ধ্যা নয় ;
ইতিহাসের এরা প্রমাণ লুকায় ।
যাদবপুর দিচ্ছে ডাক
বাজুক আন্দোলনের জয় ঢাক ।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

ভেন্টিলেসনে শুয়ে থাক বাংলা অলভ্য ঘোষ (যাদব পুরের ছাত্রদের উদ্দেশ্যে )

ভেন্টিলেসনে শুয়ে থাক বাংলা 
অলভ্য ঘোষ
(যাদব পুরের ছাত্রদের উদ্দেশ্যে )

জুজু পুলিস দেখাব কিন্তু ! ঠেঙ্গাবো ।
খিমচিয়ে দেবো স্তনের অপর ।
কি বলছ অতিত থেকে শিক্ষা নিতে ।
নকশালদের কি দশা হয়েছিল ?
কি বলছো নন্দী-গ্রাম ? তোমার নাম
আমার নাম সারদায় বদনাম ?
ধুরছাই এসব থেকে দৃষ্টি ফেরাও
সামনে কর্পোরেশন ; বিজেপি হাওয়া
এবিপি আনন্দে বসে ভাবছে সবুরে ফলবে মেওয়া ।
বামেরা ঢুবেছে এআবার কোন উটকো আপোদ
বাংলায় উড়ে এসে জুড়ে বসেছে ।
ক্লাব গুলো কে টাকা দিলাম ফিসটি করার জন্য ;
মিঠুন দিলাম ,দেব দিলাম, ব্রান্ড অ্যম্বাসেটার শারুখ খান ;
আর কি চাও । ও বাবা সংস্কৃতিবান ?
কবি গুরু লহ প্রণাম । শুভাদার দাঁড়ি ধরে
রবীন্দ্রনাথের পাশে আমি ।
বাস্টপের ছাউনিতে তোমার অপেক্ষায় । উুহুহু
ধর্মতলার মোরে কোন অধর্ম করোনা যেন ।
মোরে মোরে গান শোনাব সংস্কৃতির গান ।
তোমরা কি বলতো !
সামনে পূজ ফিল্ম ফেস্টিভ্যাল চলো নাচি ; নাচতে নাচতেই তো
আমরা বেঁচে আছি । প্রেম ট্রেম করো ! ভিক্টোরিয়া ,লেক ,মোহরকুজ্ঞ, নিক-পার্ক ,
বাবু-ঘাট ঢেলে সাজাচ্ছি । ভুলে থাক ভুলে থাক
ফুচকা আর চুর মুর ভাজাতে । কলকাতা লন্ডন নাইবা হোক
আমস্টারডাম তো হচ্ছে । যতদিন বাঁচ ভেন্টিলেসনে বেঁচে-থাক ।
বেশি বাড়া বাড়ি করোনা । আরিফুল আর তাপস
পাল দের লেলিয়ে দেব ।
ভাল চাওতো ভেন্টিলেসনে শুয়ে থাক বাংলা ।

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪

আমার লন্ডনে রাহুল রায়চৌধুরী মামুদপুর, ১৭/৯/২০১৪


আমার লন্ডনে
রাহুল রায়চৌধুরী
শোনো আজ বলি শোনো বসে সবে
কিছুবা গোপনে কিছু অবকাশে
লড়াকু ইমেজ এ দেশে বিদেশে
রাজনীতি করি প্রবল আবেগে
মাথা দিয়ে নয় চাটুকার বশে
ছেড়ে নয় কথা হোক না সে কেউ
হতে পার কেউ ধর্ষিতা তুমি
প্রোফেসর হও, অথবা স্টুডেন্ট
সাবধান ! নেব চামড়া উঠিয়ে
আছে আমাদের লাঠিয়াল দলে
আইনও আমার পুলিশও আমারই
আমিই শাসক, বিচারক আমি
শাস্তি যা দেবো মেনে নিয়ো সবে
সভ্য দেশের নাগরিক যত
শোনো ঘ্যান ঘ্যান চ্যানেলে চ্যানেলে
খবরের পিছে কেন ঘোরো মিছে
বলবো যা আমি ধ্রুব সত্য সে
আমিই বিধাতা গদি যে আমারই
পরিবর্তন চেয়েছ তোমরা
ঘোলা জলে মাছ ধরেছি কেবলই
নেপো ভাবছ কি, ভেবো না, ভেবো না
ফুলে ফেঁপে জেনো সারদা আমারই
আগে পিছে ঘোরো দান দেবো গুনে
দ্যাখোনি কবিতা, কবিও আমারই
এঁকেছি ছবি যে লক্ষে, হাজারে
কিনে নিয়েছে যে, আজ বসে জেলে
মিশিয়েছি দুধ গঙ্গার জলে
খাতায় খাতায় বেনো জল মিশে
এখনও শুনছো বলছি যা বসে
লন্ডন বলে এনেছি যেখানে
এসেছ আয়েশে আজ কেন জ্বলে
আরাম্‌সে থাকো চোখ কান বুজে
নিজ হাতে গড়া (এ) নরক আমারই ...
মামুদপুর, ১৭/৯/২০১৪