মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

ভ্রু @ এজহারুল এইচ শেখ ১৩.০৫.২০১৪ মাল্টিডাইমেন্সনাল কবিতা



ভ্রু @ এজহারুল এইচ শেখ
গিলাটিনের গন্ধে রাত যখন
শেষ হয়েছে,গাছের পাতা হয়ে যায় পাখি,
অনির্বাচিন কত শত গান গায়
একটার পর একটা স্টেশন হারায়
দেওয়াল ঘড়ি ,আকাশে সাঁতার কাঁটার পর, কালাহারির বালুরাশি দিক পাল্টায়
সেই তপ্ত আগুন নিভু নিভু।একটু ছায়ার দরকার,
কেউ দেবে?
গাছও যে পর্নমোচী
সেটা কখনও বাড়ির ছাদের টবে বসিয়ে
দেখিনি, পিপাসায় জল খুঁজে দেখি
পথের দু ধারে
জলের ট্যাঙ্ক উপরে ক্যাকটাসের জন্ম!
@ বাড়ি,
তারিখ-১৩/০৫/১৪
সময়-১১ঃ৪৪ সকাল

একটি রাত - স্টেশনে /অঞ্জলি পুত্র অরুণ/ ১৪.০৫.২০১৪



একটি রাত - স্টেশনে


ছুটে যাচ্ছে স্টেশন
প্রতীক্ষা ঠায় বসে ঘড়ির কাঁটা ছুঁয়ে থাকে
রাত্রির কথা সারিসারি শুয়ে বসে
অনন্তকাল তারা জেগে থাকে
তার উঠোনে নেই কোনো জ্যোৎস্নার খেলা --
আসলে একটি রাত
জেগে থাকে কবিতা হব বলে
তার খোঁজ সকালে শিউলি ফুলের গন্ধ নিয়ে
ঝরে পড়ে থাকে ।