কিছু পুরণো প্রচলিত ছড়া
~~~~~~~~~~~~~~
হাক্কুম হাক্কুম থলিলো
কোন্ কুমোরে গড়িল,
লোহার গাঙে ফেলিলো
পুটি মাছে গিলিলো;
সুন্দর মানুষ উস্তের ফুল !
তাবৎ মানষির চক্ষুশুল।
~~~~~~~~~~~~
ইচিং বিচিং চিচিং চা
প্রজাপতি উড়ে যা
রাম দুই শ্যাম তিন
আমাবস্যা ঘোড়ার ডিম।
~~~~~~~~~~~~
ভাই আমার ভাল
আম কুড়াতে গেল
আম নেই গাছে
ভাই আমার নাচে!
~~~~~~~~~~~~~~~~
বাদুর বাদুর মিতে
যা খাবি তা তিতে,
গাঙকুলি যাইওনা
বাটা মাছ খাইওনা !
বাটা মাছের ত্যালে
মোমবাতি জ্বলে
ডেবো গাছের তলে।
~~~~~~~~~~~~~~~~~~
ইকির মিকির চামচিকির
চামেকাটা মজুমদার
ধেয়ে এলো দামোদর
দামোদরের হাঁড়িকুড়ি
দোয়ারে বসে চালকুটি
চালকুটতে হলো বেলা
ভাত খায় নি দুপুর বেলা
ভাতে পরলো মাছি
কোদাল দিয়ে চাঁচি
কোদাল হলো ভোঁতা
খেঁক শিয়ালের মাথা।
~~~~~~~~~~~~~~~~~~
আয় আয় চাঁদমামা টি দিয়ে যা
চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা
মাছ কাটলে মুড়ো দেব
ধন ভাঙলে কুঁড় দেব
কাল গড়ুর দুধ দেব
দুধ খাবার বাটি দেব
চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা।
~~~~~~~~~~~~~~~~~~~
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
ঢাক ঝাঁজর মৃদং বাজে
বাজতে বাজতে চললো ঢুলী
ঢুলী গেল সে-ই কমলাফুলি
কমলাফুলির টিয়েটা
সুজ্জিমামার বিয়েটা
আয় রঙ্গন হাটে যাই
পান সুপারী কিনে খাই
পানের ভেতর ফোঁপরা
মায়ে ঝিয়ে ঝগড়া
হলুদ বনে কলুদ ফুল
মামার নামে টগর ফুল।
~~~~~~~~~~~~~~~~~~~~
বুলবুলি গো বুলবুলি
একাই খাবে কুল গুলি?
আমায় কটা দাও না ভাই
আমারতো আর আঁকশি নাই?
দাদা তো দেয় ধমকিয়ে
পালাই ভয়ে চমকিয়ে।
দিদি তো আর দেয় না,
কানেই কথা নেয় না।
~~~~~~~~~~~~~~~~~~~~~
আকাশ জুড়ে মেঘ করেছে, সুজ্জি গেলো পাটে
খুকু গেছে জল আনতে পদ্ম দীঘির ঘাটে।
পদ্ম দীঘির কালো জলে হরেক রকম ফুল,
হাঁটুর নীচে দুলছে খুকুর গোছা ভরা চুল।
বৃষ্টি হলে ভিজবে সোনা, চুল শুকানো ভার।
জল আনতে খুকুমণি যায় না যেন আর।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কাঁচা আমের দিন এসেছে
অনেক দিনের পর রে ভাই অনেক দিনের পর
কোথায় ছুরি নুনের বাটি জলদী করে আন।
বালির গোড়ায় ঘষে ঘষে ছুরিতে দে শান।
লেবুর পাতায় লংকা বেটে
আম জরিয়ে খাবো চেটে
তাক ধিনা ধিন তেরেকেটে
বেজায় খুশীর তান।
বক্সী দাদা,আঁকশিটাকে একটু খানি দাও।
কোঁচড় ভরে আম দেবো, আর দেবো আচার, খাও।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এ ভেনটি বাইচকোপ্
তে তে তেইশকোপ্ ,
চুলটানা বাবু আনা
নান্টু বাবুর বৈঠকখানা।
কাল বলেছে যেতে
পান দেবে খেতে,
পান হলো ছোটো
বুড়ী তুমি ওঠো।
~~~~~~~~~~~~~~
"ওপেনটি বায়োস্কোপ,
নাইন-টেন টেস্কোপ
সুলতানা-বিবিআনা,
সাহেব বাবুর বৈঠক খানা
বৈঠক খানায় গিয়ে,
পান-সুপারি খেয়ে
পানের আগা মরিচ বাটা,
স্প্রিংয়ে ছবি আকা
যার নাম রেণুমালা,
তাকে দিব মুক্তার মালা"
~~~~~~~~~~~~~
"এবেন্টি বাইস্কোপ
নাইন টেইন টেইস্কোপ
সুলতানা বেবিয়ানা
সাহেব বাড়ির বৈঠক খানা
রাজবাড়ীতে গিয়েছি
পানসুবারী খেয়েছি,
পানের আগায় মরিচ বাটা
ইসপ্রিংয়ে ছবি আকা।
যার নাম রেনুমালা
গলায় দিলাম মুক্তার মালা.
দেবাশীষ কাঞ্জিলাল
অনেক ধন্যবাদ পোস্ট করার জন্য। আমার মেয়ে শিখতে পারবে।
উত্তরমুছুনশেষের ছড়াটা বেশ কিছুদিন ধরে খুজছিলাম। ধন্যবাদ পোস্ট করার জন্য
উত্তরমুছুনএবেন্টি বায়স্কোপ নাইন টেইন টেইস্কোপ সুলতানা বেবিয়ানা সাহেব বাড়ির বৈঠকখানা রাজ বাড়িতে গিয়ে
উত্তরমুছুন