বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪

ত্রিভুবনজিৎ মুখার্জী / ২০.১১.২০১৪ / সকাল ৯.০৩ এক অশ্রু ভরা রজনীতে তোমার সঙ্গে দেখা ,



 ত্রিভুবনজিৎ মুখার্জী / ২০.১১.২০১৪ / সকাল ৯.০৩
এক অশ্রু ভরা রজনীতে তোমার সঙ্গে দেখা ,
নির্বাক ছিলে তুমি মুখে ছিলনা কোন কথা !
নিথর পৃথিবীতে দাঁড়িয়ে ছিলাম দুজনে ,
স্মৃতিগুলো মনে করে কাছে এলাম দুজনে ,
হাতে হাত রেখে কত কথাই ছিল আমাদের ,
হাঁসি খুশিতে ভরেছিল কত সুখ- ই- না ছিল আমাদের !!
সময়ের তালে কেটে-গেল আমাদের সেই সুখের দিন ,
পরস্পরকে ছেড়ে-গেলাম ফিরে তাকাইনি কোনদিন ,
তবুও খুঁজতাম পরস্পরকে মনে মনে প্রতিদিন ।
আজ সেই দেখা ...! আন্দোলিত করে দুজনকে ,
তাই ছুটে এসেছি , জড়িয়ে ধরেছি একে অপরকে ।।

সোমবার, ১০ নভেম্বর, ২০১৪

কি রে মেয়ে, তোর রোজ কেন দেরি হয় ??? সায়ন্তি রায় / ১১.১১.২০১৪ / ১০.২৫

সায়ন্তি রায় ঃ-

 কি রে মেয়ে, তোর রোজ কেন দেরি হয় ??? 
বৌদি বেচারি একা হাতে হিম সিম খায় ।  
ছেলে মেয়ে দুটোই জানিসত কি বিচ্ছু -
সারাদিন বায়না বৌদিকে করতে দেয়না কিচ্ছু
আজো আবার ছেলের জ্বর ! বরটাতো চির রুগি
এই সবের ঝামেলায় বলত আমরা কেন ভুগি ?
আচ্ছা শোন ! তোর মেয়েটাত এবার ১২ বছরে পড়বে !  
পাঠিয়েদিসত কাল থেকে , বৌদির হাতে হাতে কাজ করবে ।
স্কুলে পড়ছে ??? হে ভগবান কি হবে তাতে ???
তার চেয়ে কাজে লাগা থাকবে দুধে ভাতে
বৌদির ত জানিস , এন জি ও’ র  হাজার একটা কাজ ,  
শিশু শ্রমিক ও সর্ব শিক্ষার কর্মসুচি বানাবে আজ ,
যা যা কাজ কর, দাঁড়িয়ে থাকিসনা ...
বাসি বিছানা পড়ে আছে ,
বসেনি এখন  রান্না .............
যা !  হাঁ করে তাকিয়ে আছিস কি ....?
খেয়ে পরে থাকতে পাবি,আর তোর চাই কি?   
মাস গেলে মাহিনা ,  সঙ্গে টিভি দেখা মাগনা
বছরে বেড়ান আর      থাকা খাওয়া মাগনা
এর চেয়ে পাবি কোথাউ , ভাল ঘর ! বলনা !!
চুপ করে থাকিসনা কিছু  কথা  বলনা
কাজের লোক বলে কেউ করবে না ফেলনা !