বুধবার, ২৮ জুন, ২০১৭

মখছুছ চৌধুরীর লেখা কবিতা 28 June 2014 · #চিরকুট


 
 
মখছুছ চৌধুরীর লেখা কবিতা 
28 June 2014
ও প্রেয়সী বর্ষা আমার,
পত্রে ফুলের সুভাস নিও,
নিও ভালোবাসা
কদমফুলের গুচ্ছে বাঁধা
মনটি নিও খাসা
যুগল পায়ে আলতা নিও
রংধনু লাল থেকে
বুক ভরা নীল কষ্ট থেকে
টিপ নিও সই এঁকে
অঙ্গে নিও আলোর চাদর
জোনাকজ্বলা রাতের
দিন সারারাত সুর যেন হয়
কাঁকন তোমার হাতের
রিম ঝিমঝিম বৃষ্টিরা হোক
তোমার পায়ে নুপুর
সুরে সুরে বাজতে থাকুক
সন্ধ্যে সকাল দুপুর
সুরের ছোয়ায় বনের ময়ুর
নাচুক পেখম খুলে
পানকৌড়ি ডুবসাতারে
দিক পাড়ি দেশ ভুলে
খোপায় নিও জুঁই চামেলী
হলুদগাঁদার সাজে
মাঝদিঘীতে শাপলা যেন
মুখটি লুকায় লাজে
আসবে প্রিয়ে ঘোমটা মেঘের
মুখের উপর দিয়ে
কালান্তরের ধরবো পাড়ি
কেবল তোমায় নিয়ে ।
LikeShow More R

শুক্রবার, ৯ জুন, ২০১৭

প্রেয়সী ত্রিভুবন জিৎ মুখার্জী / ০৯.০৬.২০১৭



  প্রেয়সী 
ত্রিভুবন জিৎ মুখার্জী / ০৯.০৬.২০১৭ 
নগ্ন প্রেয়সীর উন্নত বক্ষ যুগল 
বিঁধছে চক্ষে তাই ভরে জল । 
কামাতুরা সে নাহি মানে বাধা 
যেন কৃষ্ণের প্রেয়সী রাধা ।
অধরে তাহার স্মিত হাস্য
ভরা যৌবনের অট্ট হাস্য ।
আঁধার রাতে অভিসারে যায়
যৌবন জ্বালা করে অসহায় ।
অধির আগ্রহে বসিয়া রহে সে
প্রেমিকের আসিবার পথ চাহিয়া রয় সে ।
বাজিল বেণু ঝরিল ফুল
প্রেমের আলিঙ্গনে মন আকুল ।
মিলিল দুটি হৃদয় রজনীতে
বাজিল বীণা প্রেমের ধরণিতে ।