বুধবার, ১৫ আগস্ট, ২০১২

সকালের চা


সকালের চা 

ভরা পেয়ালায় তৃপ্ত মনে শেষ চুমুকেই মহা শুন্যতা
ধুমায়িত উস্ন শিহরন ক্ষনে মনের কাটায় বিষন্নতা
উদবুদ্ধ হলাম খানিক ক্ষনে কাটিয়ে দিলাম নিরবতা
যত আলশ্য নেই অবশ্য সকালের এই স্তব্ধতা
এক পেয়ালা চা অবশ্য পুলক অনুভবের পুর্ণতা
এর অন্যথা জীবন ব্যর্থ নেই তাতে কোন পুর্ণতা।

ত্রিভুবনজিৎ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন