বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

ভুলে গেছি


কতো স্থাপত্বের উপর লিখেছি নাম
কতো ভাস্কর্যে এঁকেছি ছবি
কতো মনে লিখেছি কবিতা
পত্বন দেখেছি , পতনও ।
এসেছে নতুন প্রভাত কতো,
নোনা পডেছে ভালবাসায় ;
ধীরে ধীরে , জন্মান্তরে ।

কাল গেছে,
সাম্রাজ্যবাদী ধ্বংস এনেছে,
সাথে তুমিও
যাদুঘরে স্থানচ্যুতি শেষে ।

মনে পডে, ইঁট পুড়িয়ে লেখা
আমার পাশে তোমার নাম ।

বিভক্ত সমাজের আলিঙ্গন,
একাকি কতো কাছে আসা
পোড়া বাড়ির পিছনে ছুটে যাওয়া ।

ভুলে গেছি আমি,
বৃষ্টির নিচে জরিয়ে ধরা
ঠোঁটে ঠোঁট রাখা খানিকক্ষণ,
শুকিয়ে যাওয়া বনে সুখের লুকোচুরি খেলা
ভুলে গেছি........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন