রবিবার, ২২ জুন, ২০১৪

খবরঃ কর ও অনুদান নির্ভর আরেকটি বাজেট। নরক প্রাচীর প্রাচ্য দিবা দেবব্রত বডুয়া ।



খবরঃ কর ও অনুদান নির্ভর আরেকটি বাজেট।
নরক প্রাচীর
প্রাচ্য দিবা
দেবব্রত বডুয়া ।
====
উঠছে বেড়ে উত্তর থেকে মেঘ-জমাট
যেনো কালবোশেখির,
সঘন অশান্ত দখল স্বপ্ন;
আর বিজ্ঞাপনে- স্বপ্ন কুটির!
যাচ্ছে বেড়ে দক্ষিণ পাশটা,
নদী পেরিয়ে কোলাহল যতো;
নগর পিতার চওড়া হাসি,
বেদখলে যায় তটিনী দেহটা!
যাচ্ছে বেড়ে নতুন আড়াল,
পূবে হাসতো সোনার সকাল;
কে যেনো আজ দাঁড়িয়ে সটান,
কাড়ে সূর্যটা; স্বস্তি বিরান!
পশ্চিমতো আগেই বেড়ে,
ডোবায় তাকে অপরাহ্নেই!
অথচ সেখানে সভ্যতা বড়াই-
অসভ্যতা যায় যে ঝেড়ে!
যাচ্ছে বেড়ে উপরের সীমা,
যতোই আগায় নেই কোন ঠাঁই
গগনচুম্বী বেঢপ তাকায়,
আকাশ উদার নেই পরিসীমা!
আরতো শুধুই বাকী অধঃপাত,
তাতেই চলেছি বাড়িয়ে দু’হাত;
সবাই যখন ব্যস্ত লুটপাট,
পাতাল-নরক গ্রাসে দিনরাত!!