বুধবার, ২২ মে, ২০১৩

রাতের আঁচল দীর্ণ করে/বর্ষা রবে সবের চিত্ত চঞ্চল , মখছুছ চৌধুরী


রাতের আঁচল দীর্ণ করে,
আসল শুভ ঐ প্রভাত ।
জাগো সবে ! সকাল বেলার,
অলস ভাঙ্গো আমার সাথ ।
ভোলো ভোলো বিষাদ স্মৃতি,
এমনি প্রভাত আসবে ঢের,
খুঁজতে মোদের এইখানে ফের,
করবে করুণ নয়নপাত ।

বর্ষা রবে সবের চিত্ত চঞ্চল । 

এখনো নামেনি তো বর্ষার ঢল । 

জৈষ্ট চলছে জানি এ মধুমাস, 

রসে টইটুম্বুর গ্রীষ্ম বিলাস । 

কাননে পূষ্প শোভা, বিলায় সূভাস, 

মধুলোভী ভ্রমররা করেছে আবাস । 

বারির ছন্দধারা জানি সূমধুর, 

আষাঢ়, শ্রাবন ঢল আজো বহুদুর

সোমবার, ২০ মে, ২০১৩



তোমাকে ভালবেসে

তোমাকে ভালবেসে শিখেছি নীরবতা 
তোমাকে ভালবেসেই নিবিড়তা 
তোমাকে ভালবেসে চিনেছি শব্দকে
ওষ্ঠে চুম্বনের মগ্নতা।

তোমাকে ভালবেসে জেনেছি দুঃখকে
তোমাকে ভালবেসে অধীরতা
তোমাকে ভালবেসে মন কে দিয়েছি
তোমাকে ভালবেসে পেয়েছি তা।

তোমাকে ভালবেসে জেনেছি কিভাবে
রঙ্গিন দুঃখের স্রোতে হাসা
তোমাকে ভালবেসেই বেসেছি ভাল
জেনেছি কাকে বলে ভালবাসা। 


JHORNA CHATTERJEE