সোমবার, ২০ মে, ২০১৩



তোমাকে ভালবেসে

তোমাকে ভালবেসে শিখেছি নীরবতা 
তোমাকে ভালবেসেই নিবিড়তা 
তোমাকে ভালবেসে চিনেছি শব্দকে
ওষ্ঠে চুম্বনের মগ্নতা।

তোমাকে ভালবেসে জেনেছি দুঃখকে
তোমাকে ভালবেসে অধীরতা
তোমাকে ভালবেসে মন কে দিয়েছি
তোমাকে ভালবেসে পেয়েছি তা।

তোমাকে ভালবেসে জেনেছি কিভাবে
রঙ্গিন দুঃখের স্রোতে হাসা
তোমাকে ভালবেসেই বেসেছি ভাল
জেনেছি কাকে বলে ভালবাসা। 


JHORNA CHATTERJEE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন