রাতের আঁচল দীর্ণ করে,
আসল শুভ ঐ প্রভাত ।
জাগো সবে ! সকাল বেলার,
অলস ভাঙ্গো আমার সাথ ।
ভোলো ভোলো বিষাদ স্মৃতি,
এমনি প্রভাত আসবে ঢের,
খুঁজতে মোদের এইখানে ফের,
করবে করুণ নয়নপাত ।
বর্ষা রবে সবের চিত্ত চঞ্চল ।
এখনো নামেনি তো বর্ষার ঢল ।
জৈষ্ট চলছে জানি এ মধুমাস,
রসে টইটুম্বুর গ্রীষ্ম বিলাস ।
কাননে পূষ্প শোভা, বিলায় সূভাস,
মধুলোভী ভ্রমররা করেছে আবাস ।
বারির ছন্দধারা জানি সূমধুর,
আষাঢ়, শ্রাবন ঢল আজো বহুদুর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন