রবিবার, ২ জুন, ২০১৩

মখছুছ চৌধুরী / কেন বঞ্চিত হবো চরণে ?

কেন বঞ্চিত হবো চরণে ?
কত আশা করে আসিয়াছি,
পাবো-জীবনে না হয় মরণে ।
কেন বঞ্চিত হবো চরণে ?

আহা !
তাই যদি নাহি হবে গো....
তুমি পাতকী তারণ তারিতে তপিত,
আতুরে তুলে না লবে গো ।

হয় পথের ধুলায় অন্ধ ।
শেষে দেখবো কি খেয়া বন্ধ ।
তুমি পারে বসে পার করো বলে,
পাপী- কেন কাঁদে দীন স্বরণে ।
কেন বঞ্চিত হবো চরণে ?

আমি ।
শুনেছি হে তৃষ্ণা হারী ।
তুমি এনে দাও তারে প্রেম অমৃত-
তৃষিত যে চাহে বারী ।

হও আপন হইতে আপন তুমি...
কেহ নাহি যার, তুমি আছো তার ।
হও আপন হইতে আপন তুমি ।

একী সবি মিছে কথা ?
ভাবিতে যে ব্যাথা-
বড় বাজে প্রভূ মরমে ।
কেন বঞ্চিত হবো চরণে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন