কবিতাগুচ্ছ - বাংলা কবিতার ই-পত্রিকা কবিতা হৃদয়ের স্পন্দন , কিছু চাওয়া পাওয়ার অভিব্যক্তি্ ,মানুষের কল্পনাকে কাগাজে তুলে ধরা নানাচিত্র । তাতে কল্পনা বাস্তব দুটর ই সম্মিশ্রন থাকে । থাকে কিছু অনুভুতি ,প্রেরনা আর অবসাদ । কবিতাগুচ্ছ সেই রকম কিছু মানুষের সন্ধানে যারা ভালবাসেন নিজের ভাষা ,মাতৃভূমি এবং বাংলার কবিদের যারা বাঙ্গলা ভাষা সমৃদ্ধ করতে আপ্রান সংগ্রাম করেছেন । ... ...
বুধবার, ২৬ জুন, ২০১৩
১.সংশ্লেষ ২.এসো হোমওয়ার্ক করি / রাহুল রায়চৌধুরী
সংশ্লেষ
রাহুল রায়চৌধুরী
.....................
নিদাঘ ক্লান্তি । শর্ত বিহীন । নিদ্রা ।
তুমি অচেতন । পথ ভোলা নদী । দিকভূল ।
সময় কঠিন । সঠিক বেঠিক । চিহ্ন ।
ফালাফালা মন । চিন্তারা সব । ঝংকার ।
স্তব্ধ দুপুর । সৃষ্টি বিহীন । রৌদ্র ।
মানবিক মন । শঙ্কিত বোধ । সংকট ।
ভেসে চলা সুখ । দ্বীপ ভেবে ভুল । সন্ধ্যা ।
মেঘলা আকাশ । ছাতা নেই হাতে । চুপ্পুস ।
নির্ণীত পথ । নির্বাধ আজি । ব্যপ্তি ।
ব্যাকরণচ্যুতি । নির্বাণ লাভ । সংশ্লেষ ।
.....................
২৪/৫/২০১৩
এসো হোমওয়ার্ক করি
রাহুল রায়চৌধুরী
এসো আজ ভিতরের বোধটাকে ছোট্ট হোমওয়ার্ক করাই ~
তুমি চশমা এনেছো তো, সঙ্গে ?
শক্ত করে ধরো অমাবস্যাটাকে । একটু প্যাঁচ কষো দেখি ।
কি এলো হাতে ? সন্দেশ, না জিভেগজা ?
এবার উঠে পড় ~
সটান দৃষ্টিতে ভেদ করে ফ্যালো তো দেখি, এঁদো গলির ঐ টয়লেট দরজাটাকে !
দ্যাখো, ভিজে চুল মুছতে মুছতে বেরিয়ে আসা অদ্ভুত ঐ জীবটাকে ~
ওকে দেখেই না ঠোঁট চেটেছো এতকাল !
নির্লজ্জ লজ্জাটাকে শরবৎ বানিয়ে ফ্যালো তবে ~
দু’পায়েই হাঁটছে ............
বোধের স্নায়ু কি আজ হ্যাঁচকা টান দিল ভিতরের মানুষটাকে ?
চশমা পকেটে ভরে ফ্যালো ।
এবার তুমিও হাঁটবে দু’পায়ে ~
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন