রবিবার, ২৩ জুন, ২০১৩

তালি / শর্মিষ্ঠা ঘোষ




তালি / শর্মিষ্ঠা ঘোষ

কষটে ঠোঁটে সিগার গুঁজে
ঊরু জঙ্ঘার আদিম ভাঁজে
অমনিভোরাস কোপন মতি
শিল্প তালুক গাড়েন

শাবাশ , তিনি বিধিমতে আঁতেল

চালচিত্তির উলটপুরাণ
চামচে জানে ছটাক সমান
পেন্ডুলামের লজ্জা সনদ
দোলাচলে ইতস্তত থামেন

আমেন , তিনি অবিমৃশ্য আঁতেল

যৌনপিছল শব্দশকট
উল্টানো চোখ বিশদ প্রকট
অলিগলি দুরভিসন্ধি
সুগারকোটেড প্যাঁচপয়জার কষেন

আহা , তিনি অবিনশ্বর আঁতেল

প্রশস্তি গান নগদ খসান
হাওয়া মোরগ দিব্য নিদান
আপনা রাজ্যে চরিত্রবান
জুতাসেলাই চণ্ডীপাঠে ঢাকেন

( তালি ) , তিনি ট্রেনডসেটার আঁতেল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন