শুক্রবার, ৭ জুন, ২০১৩

দেয়াল .../সুবর্না গোস্বামি/



দেয়াল      

আমার ঘরের দেয়াল পাথুরে থাকেনা সব দিন, 
রাত্রিস্নান শেষে ঘরে এলে এক একদিন, 
নদী হয়ে ওঠে, বয়ে যেতে যেতে
থমকে দাঁড়িয়ে শোনে রাখালিয়া বাঁশি।

এক একদিন ওরা অক্ষরের মত কালো,
উন্মুখ রাতের শরীরে রেখে যায় কামনার দাগ।
পুরোনো ক্ষতেরা,এ ওর মুখ চেয়ে হাসে,
আজ দেয়ালে নাচবে ছায়া প্রতিশোধের।

এক একদিন সাজে নববধূর শাড়িতে,
স্বপ্নের চুমকি বসানো ওড়নায়;
এতো রোশনাই! গর্বে আমার পা পরেনা মাটিতে,
হাতের ছোট তালুতে আমার বেড়ে উঠছে চন্দন চারাগাছ।

এক একদিন গোধূলির মত
কিছু রঙ,কিছু অন্ধকার,
পানকৌড়ির শরীর নিয়ে দেয়ালে দিয়ে ডুব
ভেসে উঠি অন্যভুবনে, অন্য কোথাও, দেয়ালবিহীন।


সুবর্না গোস্বামি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন