কবিতাগুচ্ছ - বাংলা কবিতার ই-পত্রিকা কবিতা হৃদয়ের স্পন্দন , কিছু চাওয়া পাওয়ার অভিব্যক্তি্ ,মানুষের কল্পনাকে কাগাজে তুলে ধরা নানাচিত্র । তাতে কল্পনা বাস্তব দুটর ই সম্মিশ্রন থাকে । থাকে কিছু অনুভুতি ,প্রেরনা আর অবসাদ । কবিতাগুচ্ছ সেই রকম কিছু মানুষের সন্ধানে যারা ভালবাসেন নিজের ভাষা ,মাতৃভূমি এবং বাংলার কবিদের যারা বাঙ্গলা ভাষা সমৃদ্ধ করতে আপ্রান সংগ্রাম করেছেন । ... ...
বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৩
বৃষ্টি তোমাকে পেতে চায় / অনুপম দাসশর্মা
বৃষ্টি তোমাকে পেতে চায়
দহনের ধৃষ্টতা তোমায় নত হয়
বসন্তের দ্বার ফাগের বাতাসের সখ্যতা
তৃপ্তির অনুভূতির হাতে তুলে দেয়
ইন্দ্রিয়গুলির স্বচ্ছতা
শুধু তোমার চরণ চিহ্নে।
থিতু অহংকার বিষময় ব্যাথা-বেদনা
শ্রেণী বৈষম্য ভুলিয়ে ভাসিয়ে দেয়
বাউলের নিজস্ব সৃষ্টির ধ্রুবতানে,গানে গানে 'হৃদয় প্রকাশ হল'।
নও 'ক্ষনিকের অতিথি'শান্তির নীড় বিশ্বের একক প্রতিনিধি।
বৈশাখী বাতাসে ঈশ্বরের উপস্থিতি
সোনার তরী ও দিয়ে যায় জীবনের স্বরলিপি..!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন