সূর্যেরই অবিকল প্রবৃত্তি যার/
কাজী আতীক।
(অগ্রজ সু-সাহিত্যিক কাজী ফয়সল আহমদ স্মরণে
তাঁর ৩য় মৃত্যু বার্ষিকীর প্রাক্কালে।)
আসেনি প্রভাত যদিও রাত নেই কিছু বাকি,
পাখীরাও কুজনে যেনো মেতে উঠেনি
ওঠেনি সূর্যটাও তাই আধারেই ঢাকা প্রকৃতি।
বেলা কি বাড়ে নি তবে?
সময় কি স্থির রয়েছে?
নাকি কেবলই বিভ্রম অনুভবে
যদিও ভোর হয়েছ
মানুষের মাঝেই কেউ যেমন সূর্যের অবিকল প্রবৃত্তি,
কেবল সংস্পর্শেই যার অন্যেরাও অনন্য হতে পারি।
পরিপুর্ন লেখক
উজ্জীবিত চেতনায় হৃদয় অম্বুধি
এক নিপুণ কবি
অগ্রজ আমারই
কাজী ফয়সল আহমদ,
আমি যার মনন ও প্রজ্ঞাকেই পুঁজি করেছি।
সূর্য যদি অস্তাচলে যায় জানি ফিরে ফিরে আসে প্রভাতে
অবিকল সূর্যেরই প্রবৃত্তি যার, অগ্রজ আমার,
এক সন্ধ্যাকে বর্ণহীন করে চড়ে বসে সময়ের রথে
অস্তমিত সূর্যের সাথে সখ্য গড়ে নিলে।
তারপর আর এলে না ফিরে।
আজোও আসেনি ফিরে।
আমার অগ্রজ আর আসে না ফিরে।
রয়ে যায় অনন্ত সময়ের কোনও ভগ্নাংশ অণু পলে,
যেখানে কখোনো ওঠেনা সূর্য,
পাখীরাও থাকে চুপিসারে।
কেবলই নিষ্ফল অনুনাদ অবেক্ষণ আকুতি হৃদয়ে,
পড়ে ছিলো নিষ্প্রাণ অনুধ্যায়ী অভিপ্রায়!
অতঃপর কালের প্রবাহও যেনো রুদ্ধ হয়েছে।
(নিউ ইয়র্ক ১৪ জুন ২০১৩)
সূর্যেরই অবিকল প্রবৃত্তি যার/
কাজী আতীক।
(অগ্রজ সু-সাহিত্যিক কাজী ফয়সল আহমদ স্মরণে
তাঁর ৩য় মৃত্যু বার্ষিকীর প্রাক্কালে।)
আসেনি প্রভাত যদিও রাত নেই কিছু বাকি,
পাখীরাও কুজনে যেনো মেতে উঠেনি
ওঠেনি সূর্যটাও তাই আধারেই ঢাকা প্রকৃতি।
বেলা কি বাড়ে নি তবে?
সময় কি স্থির রয়েছে?
নাকি কেবলই বিভ্রম অনুভবে
যদিও ভোর হয়েছ
মানুষের মাঝেই কেউ যেমন সূর্যের অবিকল প্রবৃত্তি,
কেবল সংস্পর্শেই যার অন্যেরাও অনন্য হতে পারি।
পরিপুর্ন লেখক
উজ্জীবিত চেতনায় হৃদয় অম্বুধি
এক নিপুণ কবি
অগ্রজ আমারই
কাজী ফয়সল আহমদ,
আমি যার মনন ও প্রজ্ঞাকেই পুঁজি করেছি।
সূর্য যদি অস্তাচলে যায় জানি ফিরে ফিরে আসে প্রভাতে
অবিকল সূর্যেরই প্রবৃত্তি যার, অগ্রজ আমার,
এক সন্ধ্যাকে বর্ণহীন করে চড়ে বসে সময়ের রথে
অস্তমিত সূর্যের সাথে সখ্য গড়ে নিলে।
তারপর আর এলে না ফিরে।
আজোও আসেনি ফিরে।
আমার অগ্রজ আর আসে না ফিরে।
রয়ে যায় অনন্ত সময়ের কোনও ভগ্নাংশ অণু পলে,
যেখানে কখোনো ওঠেনা সূর্য,
পাখীরাও থাকে চুপিসারে।
কেবলই নিষ্ফল অনুনাদ অবেক্ষণ আকুতি হৃদয়ে,
পড়ে ছিলো নিষ্প্রাণ অনুধ্যায়ী অভিপ্রায়!
অতঃপর কালের প্রবাহও যেনো রুদ্ধ হয়েছে।
(নিউ ইয়র্ক ১৪ জুন ২০১৩)
কাজী আতীক।
(অগ্রজ সু-সাহিত্যিক কাজী ফয়সল আহমদ স্মরণে
তাঁর ৩য় মৃত্যু বার্ষিকীর প্রাক্কালে।)
আসেনি প্রভাত যদিও রাত নেই কিছু বাকি,
পাখীরাও কুজনে যেনো মেতে উঠেনি
ওঠেনি সূর্যটাও তাই আধারেই ঢাকা প্রকৃতি।
বেলা কি বাড়ে নি তবে?
সময় কি স্থির রয়েছে?
নাকি কেবলই বিভ্রম অনুভবে
যদিও ভোর হয়েছ
মানুষের মাঝেই কেউ যেমন সূর্যের অবিকল প্রবৃত্তি,
কেবল সংস্পর্শেই যার অন্যেরাও অনন্য হতে পারি।
পরিপুর্ন লেখক
উজ্জীবিত চেতনায় হৃদয় অম্বুধি
এক নিপুণ কবি
অগ্রজ আমারই
কাজী ফয়সল আহমদ,
আমি যার মনন ও প্রজ্ঞাকেই পুঁজি করেছি।
সূর্য যদি অস্তাচলে যায় জানি ফিরে ফিরে আসে প্রভাতে
অবিকল সূর্যেরই প্রবৃত্তি যার, অগ্রজ আমার,
এক সন্ধ্যাকে বর্ণহীন করে চড়ে বসে সময়ের রথে
অস্তমিত সূর্যের সাথে সখ্য গড়ে নিলে।
তারপর আর এলে না ফিরে।
আজোও আসেনি ফিরে।
আমার অগ্রজ আর আসে না ফিরে।
রয়ে যায় অনন্ত সময়ের কোনও ভগ্নাংশ অণু পলে,
যেখানে কখোনো ওঠেনা সূর্য,
পাখীরাও থাকে চুপিসারে।
কেবলই নিষ্ফল অনুনাদ অবেক্ষণ আকুতি হৃদয়ে,
পড়ে ছিলো নিষ্প্রাণ অনুধ্যায়ী অভিপ্রায়!
অতঃপর কালের প্রবাহও যেনো রুদ্ধ হয়েছে।
(নিউ ইয়র্ক ১৪ জুন ২০১৩)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন