সত্তরের কবিতা
‘রাজকাহিনী’ – বীরেন্দ্র চট্টোপাধ্যায়
মহান দেশের মহান রাজা
চারদিকে তোর দারুণ মজা
জমে উঠেছে বন্যা, দাঙ্গা মহামারীর নাটক ।
তুই পুণ্যশ্লোক । -
লঙ্গরখানার খিচুড়ি দেশকে বলিস, খাও !
কোথাও কোন বেরাল-ছানা শব্দ করলে ম্যাও ! –
অমনি ডাকিস পুলিশ
করিস তাকে নালিশ !
জমে উঠেছে নাটকঃ
দেশ জুড়ে আজ ন্যাংটো খোকার জন্য জেলের ফাটক
মহান দেশের মহান রাজা
দারুণ মজা !...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন