বুধবার, ২৬ জুন, ২০১৩

কাহিনী/ কাজী আতীক। নিউ ইয়র্ক ২৬ জুন ২০১৩


কাহিনী/
কাজী আতীক। 

গোপন প্রণয় হেঁটে পৌছে যায় আয়োজনে 
অতঃপর অধরে আদর জমা হলে 
নিঃশ্বাস ভারি পায়ে হেঁটে যায়,
লোহিত কণারা আড়মোড়া ভেঙে
জেগে ওঠে হৃদয়ের পাচিল টপকায়।
ডিপ ডিপ হার্ট বিট ঘড়ির দোলক
খসে পড়ে লজ্জার নোলক।

এ ভাবেই শুরু সেই কাহিনী।

তারপর ভালোবাসা বসত শুরু
একে একে দুটো ঘর বাড়ে
পায়ে পায়ে বয়সী আয়েসও আসে
সাথে আনে আনকোরা বোধ
ডিপ ডিপ হার্ট-বিট ক্ষতিতে ভূলোক
পেয়ে বসে নস্টালজিয়া পুলক।

এ ভাবেই এগোয় সেই কাহিনী।

অচিরেই তৈরি হবে নতুন কাহিনী বলয়
বেড়ে যাওয়া দুটো ঘরের একটি যদি
অনায়াস কবিতা, অন্যটি কাহিনী সমুদয়।

(নিউ ইয়র্ক ২৬ জুন ২০১৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন