বুধবার, ৫ জুন, ২০১৩

অকৃতকার্য ইলা সরকার ।


অকৃতকার্য

              ইলা সরকার 

অদৃশ্য ধোঁয়ার কুণ্ডলী
অনাবৃত বায়ু স্তরে
জ্ঞাত-অজ্ঞাত আবেগ অনুরাগ
সুদৃশ্য পর্দার আড়ালে
আবার , করলে কিস্তিমাত !!

নিঝুম সন্ধ্যার ঘাট ,
উঠে আসে নগ্ন হৃদয়
বুক পাতি ঝোড়ো হাওয়ায়
নতুন কিছু আশায় -।
আজলা ভরে ছুড়ে ফেলি
হৃদয় থেকে কষ্ট
আজ বুঝি মুক্তির দিন ।

ভালবাসা স্মৃতিগুলো
নাড়ি চাড়ি - দুঃখ ভুলি ,
পরম যত্নে মণিকোঠায় ।

প্রাত্যহিক গ্লানি কড়া নাড়ে
ভোরের দুয়ার । চেতনার উদয় ।
কাল যে তোকে দিয়েছিলাম বনবাস ??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন