বুধবার, ৫ জুন, ২০১৩

হৃদয় বন্দন/ কাজী আতীক


হৃদয় বন্দন/
কাজী আতীক

তোমাকে সব শোভন সোময় বুঝিয়ে দিলাম
পঙক্তি মালায় সাজিয়েছিলাম
সাঁঝ বিকেলের অরুণ আলোয় অর্ঘ আমার।

তোমাকে সব হৃদয় বন্দন শুনিয়েছিলাম
শুদ্ধ প্রেমের বর্ণালী রূপ বর্ণমালায়
সাজিয়েছিলাম শব্দমালায়
তোমাকে সব বর্ণচোরা ইচ্ছেগুলোও জানিয়েছিলাম।

তুমি কি খুব দুঃখ পেলে? নাকি অবাক হলে জেনে!
আমার দহন আমার মরণ হৃদয়ে তোমার সংগোপনে
যত্নে গড়া অরূপ রূপক নিরাবরণ হয়েও গেলে
চোখের পাতা ভিজে এলেও অশ্রু তুমি লুকিয়ে নিলে।

তাইতো তুমি চোখ তোলনি, কিছু বলতে চেয়েও মুখ খোলো নি
কেবল দহন পোড়ন দীর্ঘশ্বাসে কোন ও ব্যথা জানিয়ে দিলে।

(ঢাকা, ২৭ সেপ্টেম্বর ১৯৯৯)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন