শনিবার, ২২ জুন, ২০১৩

বর্ষা কালে বন্যা, শ্রাবনে নামে ঢল / আবু জফর


বর্ষা কালে বন্যা, শ্রাবনে নামে ঢল,
হৃদয়মাঝে কান্না, চোখে নামে জল।
ঝির ঝির বৃষ্টি, শিরশির করে মন,
মৃদুমন্দ হাওয়া ছুঁয়ে যায় সারাক্ষণ।
ভালবাসা সর্বনাশা আমার জীবনে,
কেন যে প্রেম জাগে হৃদয়ের গহীনে।
বৃষ্টির ফোটায়, ভেজায় কদম ফুল,
উত্তাল ঢেউয়ে নদী ভাঙ্গে তার কূল।
চক্ষে আমার তৃষ্ণা,মনে আছে বাসনা,
হৃদয়ে উঠেছে ঝড় কে দিবে শান্তনা।
নিঃস্ব করেছ আমায় কি নিঠুর ছলনায়,
তুমি হীনা এ জীবন একাকী অসহায়।
কেন দূরে অকারণ মায়াবী বাঁধন ছিঁড়ে,
ফিরে এসো বন্ধু ওগো এই সুখের নীড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন