বুধবার, ৫ জুন, ২০১৩

সীমান্ত পথিক কবি র লেখাঃ- অভিশপ্ত অসময়

সীমান্ত পথিক কবি র লেখাঃ-

অভিশপ্ত অসময়

কানের পাশ ঘেঁষে চলে গেছে মৃত্যুর উড়ো চিঠি
রুপসীর স্তনবৃত্তে বন্দী সুর্যসেনের বংশধর
সারমেয় স্বরে মিলেছে মাতালের সুখদুখ
জীবন বয়ে আনছে সরীসৃপ সময়
বিকেলের বুক জুড়ে কিশোরী অভিমান
ধোঁয়ার কুন্ডলী সব সদ্য স্বাধীন।

অবোধের গাল বেয়ে নেমে গেছে নির্বোধ উত্তাপ
অবাধ্য কবিতা বেছে নিচ্ছে সুবোধ শয়ন
সাগর বাষ্প হয়ে ছুঁয়েছে আকাশ
জল হয়ে নেমেছে ধরায় মেঘের দীর্ঘশ্বাস
সন্ধ্যার দু চোখ জুড়ে কামনার কাজল
রমনীর বুকে তার কর্তিত ফসল।

নিয়নের আলো জুড়ে মিথ্যে প্রেম
দেহ পেতে অপেক্ষায় সোনালী অতীত
সময়ের অসম প্রেম অসময় ঘিরে
আগামী লোভাতুর চোখে একাকী বসে
জীবন মাথা পেতে নেয় নীল দংশন
পূন্য বন্দক রেখে কিনেছি পাপ
রাতের কপোল জুড়ে হিসেবী চুম্বন
গোলায় উঠেছে সব অভিশপ্ত প্রভাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন