বুধবার, ২৬ জুন, ২০১৩

আজই পাকা হবে কথা। আতীক কাজী।




কাহিনী ২/
আতীক কাজী।

আজই পাকা হবে কথা।
ঘর ছাড়বে ঘরের সবচেয়ে দামি আদরটি।
পর যদিও হয়ে যাবে না
নিজেরও থাকবেনা কেবলই।

সেই প্রথম আমাকে
প্রশান্তের বিশালতায় আর
মারিয়ানা ট্রেঞ্চের গভীরতায়
পিতৃত্বের কাব্য-সুখ জানিয়েছিলো।
অচিরেই সে ছেড়ে যাবে ঘর।

বাধবে নিজের ঘর।

অথচ, যেদিন প্রথম কেঁদেছিলো সে
অনাবিল আনন্দে হেসেছিলাম আমি
আবারও কাঁদবে সে জানি
এবার কাঁদবে সবাই এখোনই কাঁদছি আমি।

খুব দূরে কোথাও নয়।
একই শহরেই থাকবে, তদুপরি
যখোন খুশী দেখতে পাওয়া যাবে,
কেবল আমি যখন ফিরবো নিজের ঘরে
বিছানার পাশে বসিয়ে আদরে
সারাদিনের ফিরিস্তি শুনা হবে না, আর
আদরের হাত ঠকবে না কপালে।

এখোনই আসবে ওরা
ঘরে ফিরার তাড়ায় তাই
একটু আগেই অফিস আজ।
কথাবার্তা পাকা হবে আজই
আমার সবচেয়ে যে প্রিয় কবিতাটি
স্বত্ব সহই চলে যাবে অচিরেই।

আমার নিজেরই রক্তে লেখা
কবিতাটি আমি লিখিনি একা,
লিখেছেন বিধাতা, লিখছি আমি
আর লিখছে তার মা।

অতঃপর, তিনটি প্রাণী রয়ে যাবো পিছনে
গল্পটিও আছে এই সাথে
অন্য কোনও কবির প্রিয় কোনো কবিতায়
একদিন হয়তো পূর্ণ হবে আমার এ শুন্য ঘরখানি
তবু হৃদয়ের সব শূন্য কি কখোনো পুর্ন হয়ে যায়?

অবোধ ইচ্ছেদের নিযুত অনুনয়
তবু, এইতো কাহিনিটা আমার
অনায়াস কবিতাটি আর গল্প সমুদয়।

(নিউ ইয়র্ক ২৬ জুন ২০১৩)
(আমার মেয়েটির জন্য সবার কাছে দোয়া চাইছি)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন