শুক্রবার, ২১ জুন, ২০১৩

দুটি প্রাণ মিলেমিশে হলো একাকার


দুটি প্রাণ মিলেমিশে হলো একাকার

প্রেমে, পরিণয়ে হলো প্রণয় বিহার ।

 
নয়নে নয়নে মিলে চিন পরিচয়,

 
একে অপরেতে লীন হলো যে হৃদয় ।

 
দুটি মন দুটো দিক হতে ছুটে এসে,

 
অভিন্ন হয়ে এক বিন্দুতে মিশে ।


অভিন্ন রুপ রঙ্গ করে কি প্রকাশ,


একেতে দুজনার হলো যে বিকাশ ।


এভাবেই যাক কেটে প্রতিটি প্রহর,


দু-জনাতে দোল তুলে সূখেরী লহর । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন