নিষিদ্ধ তরবারি
একমুঠো মৃত্যু ছাড়া
আর কিইবা দিয়ে যেতে পারি !
আর কতটুকু রেখে যেতে পারি
নিজস্ব বিশ্বাস বলে
প্রত্নের জমিতে!
নিমের কিরীট ছুঁয়ে যতকিছু ভালবাসা থাকে
তাদের ছায়ার ভাঁজেও ক্লান্তির পলি
ক্রমাগত উঁকি দেয় প্রসারিত ডানা
উদার রোদের মত সুগঠিত বুকে ।
যতটুকু আছে
তারো চেয়ে ধ্রুবরূপ জাগে
যারা সব নেই
সনাতনী জালের মত
প্রাচীন বিন্দুতে ।
অপ্রেমে যতদূর বাঁচি সন্ধ্যার গোচরে
ততটাই রেখে যাওয়া
অগণিত প্রেমের কাহনে ।
স্তব্ধ যদি নাই হওয়া গেল
আমার একান্ত থাক
নিষিদ্ধ তরবারি ।
....... সুজন ভট্টাচার্য ।
নিষিদ্ধ তরবারি
একমুঠো মৃত্যু ছাড়া
আর কিইবা দিয়ে যেতে পারি !
আর কতটুকু রেখে যেতে পারি
নিজস্ব বিশ্বাস বলে
প্রত্নের জমিতে!
নিমের কিরীট ছুঁয়ে যতকিছু ভালবাসা থাকে
তাদের ছায়ার ভাঁজেও ক্লান্তির পলি
ক্রমাগত উঁকি দেয় প্রসারিত ডানা
উদার রোদের মত সুগঠিত বুকে ।
যতটুকু আছে
তারো চেয়ে ধ্রুবরূপ জাগে
যারা সব নেই
সনাতনী জালের মত
প্রাচীন বিন্দুতে ।
অপ্রেমে যতদূর বাঁচি সন্ধ্যার গোচরে
ততটাই রেখে যাওয়া
অগণিত প্রেমের কাহনে ।
স্তব্ধ যদি নাই হওয়া গেল
আমার একান্ত থাক
নিষিদ্ধ তরবারি ।
....... সুজন ভট্টাচার্য ।
একমুঠো মৃত্যু ছাড়া
আর কিইবা দিয়ে যেতে পারি !
আর কতটুকু রেখে যেতে পারি
নিজস্ব বিশ্বাস বলে
প্রত্নের জমিতে!
নিমের কিরীট ছুঁয়ে যতকিছু ভালবাসা থাকে
তাদের ছায়ার ভাঁজেও ক্লান্তির পলি
ক্রমাগত উঁকি দেয় প্রসারিত ডানা
উদার রোদের মত সুগঠিত বুকে ।
যতটুকু আছে
তারো চেয়ে ধ্রুবরূপ জাগে
যারা সব নেই
সনাতনী জালের মত
প্রাচীন বিন্দুতে ।
অপ্রেমে যতদূর বাঁচি সন্ধ্যার গোচরে
ততটাই রেখে যাওয়া
অগণিত প্রেমের কাহনে ।
স্তব্ধ যদি নাই হওয়া গেল
আমার একান্ত থাক
নিষিদ্ধ তরবারি ।
....... সুজন ভট্টাচার্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন