গেঁদুরাম সর্দার ।। ইন্দ্রলেখা
গেঁদুরাম সর্দার ।।
গেঁদুরাম সর্দার,
ছিলো শখ জর্দার;
তাক বুঝে ডিবেখানা
ঝেড়েছিলো বড়দার!
সাথে কিছু আধুলি,
রুপোমোড়া মাদুলি,
ক্যামেরা ও ঘড়ি লুটে,
ধরে ট্রেন খড়দার!
টেলিফোনে ধমকায়,
“আছে গ্যাং রিষড়ায়,
পুলিশের কাছে যেন,
যাবিনে,খবর্দার!!”
বড়মামা টিকটিকি,
ধরে ফেলে তার টিকি,
বামাল-সমেত তাকে
করে আনে গ্রেফতার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন