বুধবার, ১৫ আগস্ট, ২০১২

হৃদয়ের ভালবাষা

হৃদয়ের ভালবাষা র গান


  

সে ফুল নয় মন আমার 
যেন দূরে ছুঁডে ফেলনা আমায়
আমি আছি পাসে তোমার
যত ব্যাথা হৃদয়ের আমার 
সব ভুলে গেছি এবার 
যেন দূরে ফেলনা আমায়
আমি আছি পাসেই তোমার
রজনি পেরিয়ে গেছে
তারারা গেছে চোলে
চাঁদ ওই নিল আকাশে
ঘুমল বলে
তোমারি স্মৃতির টানে
রই রাত জেগে
ছবি দেখি ওই আকাশে
তোমারি তুলির টানে
সাগর পাডে বসে ভাবি
তোমারি কত কথা
তোমারি গাথা যে গায়
মনের উর্মিমালা
বালুকা ভরা তটে
মিস্টি জোছনা
কোমল এ হৃদয়ের
ভালবাশা ভরা।

ত্রিভুবনজিৎ  মুখার্জ্জী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন