সোমবার, ৬ আগস্ট, ২০১২

আজ বাইশে শ্রাবন ঝর্না চ্যাটার্জ্জি


আজ বাইশে

কখনো লিখব, ভাবিনি তেমন
শুধু গেয়েছি তোমার গান,
পড়েছি তোমার কবিতা
আর চোখের জলে ভেসেছি
বাইশে শ্রাবণ।

তবুও অক্ষরমালা বৃত্তাকার হয়ে
পাক দেয় আমার চারিদিকে
কখনো তোমার ছবি দেখে
কখনও তোমার গান শুনে

যাবার দিনে নাকাল হয়েছিলে
সেকথা সবাই মানে...

উড়িয়ে নিয়ে, ভাসিয়ে নিয়ে
গিয়েছিল তোমায়
রাগ, দুঃখ চাপা ছিল না কিছুই--

হয়েছে আলোচনা বিস্তর
চলেছে চাপানউতোর

তবু, যখন দেখি তোমার সেই ছবি
মেঘের অপর ভেসে যাওয়া কবি...
মনে হয়,
সত্যি তুমি বিশ্বকবি আজ
আকাশ-ধরার মধ্যে তোমার সাজ

কেউ কখনো দেখেছে এত আলো
কেউ কখনো জ্বেলেছে এত আলো

কেউ কি ধরা বেসেছে এত ভাল
আর কাউকে বেসেছি এত ভাল...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন