শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

শ্রাবন ধারা ত্রিভুবনজিৎ মুখার্জ্জী


শ্রাবন ধারা                                                   

আজি শ্রাবন ধারায় বসিয়া আছি তোমার পথ চাহিয়া
তুমি আসিবে বলিয়া মন আমার ওঠে গান গাহিয়া
একি অবিশ্রান্ত ধারা চিত্তে যাগায় পুলক আমায় 
বর্যা  মুখর দিবসে বসিয়া আমার  ই আঙ্গিনায় ।।
একি ক্লান্ত বিসম দিবস রজনি যায় যে বোহিয়া
নাহি মানে কভু কোন বাধা কোন বাঁধনের হিয়া
আঁকি তোমারি  চিত্র নিত্য আমার মানস পটে
উত্থাল যৌবনের উন্মত্তো হৃদয় প্রেক্ষাপটে 
নাহি কভু ভুলি জাতনা বিরহের বহ্নি শ্রোতে  ।
একি ঘন মেঘের আচ্ছাদনে আন্ধার রাতে
গুনি মুহুর্ত প্রহরগুলি যায় অনিদ্রার রাতে ।।
তুমি আসিবে বলিয়া মন আমার ওঠে গান গাহিয়া
আজি শ্রাবন ধারায় বসিয়া আছি তোমার পথ চাহিয়া
                          ত্রিভুবনজিৎ মুখার্জ্জী
                     ০৩.০৮.২০১২ /সকাল০৯.০৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন