বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২


আত্মজ
~~~~

কোন কোন স্নিগ্ধ কাক-ভোরে ,
আধো স্বপ্ন ,আধো জাগরনে ,
নিঃশব্দ শিশির-বিন্দুর মত ,
শব্দেরা সব ভেসে আসে ,
স্থির-ডানা পাখি হয়ে ,
একে একে নামে ,
বোধের বন্দরে ,
অতি ধীরে,
সুস্থিরে !

সারারা্তে
হিমায়িত মন ,
শীতল স্পর্শে তার ,
সেই সব শিশির-বিন্দুরে ,
জড়ো করে শব্দের মুক্তো বানায় !

কুড়িয়ে তুষার-স্বচ্ছ শুভ্র মুক্তোগুলি যত ,
রামধনু-মন,কল্পনার রঙ্গীন সুতোয়,
গেঁথে তোলে এক শব্দ-মালা ,
ছড়িয়ে হৃদয়-রক্ত,লাল ,
স্নিগ্ধ-পূত সে মালায় !
একান্তে জন্ম নেয় ,
আত্মজ আমার ,
বড়ো বেদনার ,
আনন্দে ,
আজ !

 দেবাশিষ কাঞ্জিলাল
      ১৩/৭/২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন