বুধবার, ১১ জুলাই, ২০১২





নীল নীলাম্বরী তুমি ,
নীলিমার নীলে মিশে যাও বার বার ।
নীলকণ্ঠে সূর তুলে গেয়ে যাও তোমার যৌবনের গান ।
নীলাম্বরী তোমার আঁচলের আড়ালে লূকাও তোমার না বলা কষ্টকে ,
ঐ দুচোখের কোণে লুকিয়েছ তোমার অধরা ভালোবাসাকে ।
নীল নীলাম্বরী ,
তুমি পথ চলতে থাকো ইচ্ছের ডানা মেলে দিয়ে ।
তোমার কপোলের টিপ যেন চির সাক্ষী হয়ে রইবে
তোমার অতৃপ্ত অন্তরজামির ।
তোমার নীলাভ মূখখানি যেন ,
তার হৃদ হতে অন্তর্ধান না হয়ে যায় কভু !
নীল নীলাম্বরী ,
তুমি সঞ্চিত করে রেখো তোমার অধরা ভালোবাসাকে !!!
 
                      নাফিয়া সুলতানা
                           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন