সোমবার, ৯ জুলাই, ২০১২


পাপ
-----
দেবাশিস কাঞ্জিলাল
-----------------
দ্বীপপুঞ্জে পাশাপাশি ,
থাকে বহু দ্বীপ !
পাশাপাশি থাকে,
তবু চেনে না তাহারা,
একে অন্যেরে !

শুধু ভূমিকম্প হলে,
একসাথে ডুবে যায় যখন তাহারা ,
তখনই চিনিতে পারে সহ-দ্বীপটিরে,
তবে,সে তো শুধু
অতলে তলানো এক সমাপ্তির ক্ষণে !

হায়,
এ' কাহার পাপ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন