বুধবার, ১৫ আগস্ট, ২০১২

জীবনের রাস্তা


জীবনের রাস্তা ঃ  

অনেকটা পথ এলাম হেঁটে
তোমার কথা শুনতে শুনতে  
জদিও তুমি আমারি পাসে
বুঝিনি তোমায় অবশেষে  
খুব্ধ হলে তুমি যখন
বোঝাতে হয় তোমায় তখন
রাগ অভিমান সব ই আছে
তোবুও তুমি আমারি কাছে
নিঃসঙ্গ জীবন বড়ই এক
রাস্তাগুলো আঙ্কাবাঙ্কা
চলতে হবে অনেকটা পথ 
আমার সঙ্গে নাও সেই শপথ
 
ত্রিভুবনজিৎ মুখার্জ্জী ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন