শনিবার, ১৮ আগস্ট, ২০১২

বৃস্টি ভেজা সকালটাকে দেখতে লাগে ভাল


বৃস্টি ভেজা সকালটাকে দেখতে লাগে ভাল
 
বৃস্টি ভেজা সকালটাকে দেখতে লাগে  ভাল

মেঘের ভেতর সূর্য্য যে ওই দিচ্ছে কত আলো

থমকে দাঁড়াই দৃশ্য পটে সেই দৃশ্য দেখে

রোদের কোলে ঘুমিয়ে পডি মহানিদ্রার ডাকে

বিদ্যুতের ওই ঝল্কানিতে বুকটা কেন কাঁপে 
 
আসছে যে ওই বৃস্টি আবার শীতল হাওয়া সোঁপে

ঝর ঝরিয়ে বৃস্টি নামে আবার মেঘলা রাতে

সন্ সনিয়ে  বইছে হাওয়া এই মাধবি রাতে

শীতল পরশ লাগে প্রানে আবেগ আসে মনে

বুঝিয়ে দিল বৃস্টি টা যে আসেনি অকারনে  


               ত্রিভুবনজিৎ মুখার্জ্জী /১৯.০৮.২০১২ /সকাল ১০ টা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন