শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২

আজ রাতে তোমাকে



  
আজ রাতে তোমাকে

আজ রাতে তোমাকে দেখতে লাগে ভাল

মন  উডে যায় চোলে যাবে কিনা বল

চাঁদযে  তাই ডাকছে  ওই হাঁসছে কেন বল

হঁসলে তাই দেখলে ওই লাগে কি যে ভাল

উডবো  দুজনে  যাব  সঙ্গে  উডতে লাগে ভ

আজ রাতে তোমাকে দেখতে লাগে ভাল

মন  উডে যায় চোলে যাবে কিনা বল......১

বৃস্টি  নেই  বাদলা নেই আকাশ  যে কি ভাল

গাইছে  মন  উডতে তাই  হারিয়ে  জাব চল

চাঁদযে  তাই  ডাকছে  ওই হাঁসছে কেন বল...২

যাই  চল  তাই ভাল সময় গেল  চোলে

আজ রাতে তোমাকে দেখতে লাগে ভাল

মন  উডে যায় চোলে যাবে কিনা বল......৩

বৃস্টি  নেই  বাদলা নেই আকাশ  যে কি ভাল

গাইছে  মন  উডতে তাই  হারিয়ে  যাব চল

আজ রাতে তোমাকে দেখতে লাগে ভাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন