সোমবার, ২০ আগস্ট, ২০১২

স্বাদ হীন, স্বাদ হীন



স্বাদ হীন, স্বাদ হীন বিভীষিকাময় দীনহীন দেশে

ক্ষণে ক্ষণে ডুবিছে জন্মভূমি ঘোর অন্ধকারে,

কোন মহাবীর করিবে উদ্ধার চেনা শোণিত বেশে
,
অভাগা দেশের ঘুচাবে কে দুঃখ, বাঁধবে কে পূণ্যডোরে।

জ্ঞানের আলোক জ্বালাবে কে চেতনাহীন পাষাণে 

দিন রজনী বৃথা আশাভরে অসহায় হীনপরানে।। 

তন্ময় কর্মকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন