তিন ছড়াক্কা
দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
১
আশুবাবু এবং হাসুবাবু
দুই প্রতিবেশী,
কার ক্ষতি বেশি
সে কথায় না গিয়ে
বরং দি’ জানিয়ে
এ দু’জনেই বেশ কাবু।
২
দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
১
আশুবাবু এবং হাসুবাবু
দুই প্রতিবেশী,
কার ক্ষতি বেশি
সে কথায় না গিয়ে
বরং দি’ জানিয়ে
এ দু’জনেই বেশ কাবু।
২
শ্রীলংকার শ্রীজয়বর্ধন
খেলছেন আই-পি-এল
দু’পেয়ালা চা পিয়ে
পরপর ছক্কা
পরের বলেই অক্কা,
এবং চীয়ার-গার্লদের হর্ষবর্ধন।
৩
সাতাশের সতীশ সাউ
সতেরোর প্রেমে
ভয়ানক ঘেমে
শেষ অব্দি বলে,
থাক্গে তাহলে
খেয়ে নাও,জুড়োচ্ছে চাউ
খেলছেন আই-পি-এল
দু’পেয়ালা চা পিয়ে
পরপর ছক্কা
পরের বলেই অক্কা,
এবং চীয়ার-গার্লদের হর্ষবর্ধন।
৩
সাতাশের সতীশ সাউ
সতেরোর প্রেমে
ভয়ানক ঘেমে
শেষ অব্দি বলে,
থাক্গে তাহলে
খেয়ে নাও,জুড়োচ্ছে চাউ
।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন