রবিবার, ১৯ আগস্ট, ২০১২

কবি সুকান্ত তখন মৃত্যু শয্যায়


কবি সুকান্ত তখন মৃত্যু শয্যায় । অগ্রজ সাহিত্যিক মাণিক বন্দ্যপাধ্যায় লিখলেন -
সুকান্ত তখন মৃত্যু শয্যায় - অগ্রজ সাহিত্যিক মাণিক বন্দ্যোপাধ্যায় লিখলেন --

চৈত্রের পরিচয়ে তুমি সূর্য হতে চেয়েছো সুকান্ত
তোমার যক্ষা হয়েছে ।
তোমার তরুণ রশ্মি দেখে ভেবেছিলাম বাঁচা গেলো
কবিও পেয়ে গেল নতুন যুগ ।
এও বুঝি ষড়যন্ত্র রাত্রিজ মেঘের
ঊষায় যারা আজ
দুর্যোগ ঘটাল। বুলেট ছেঁদা করে দিচ্ছে
তোমার উলং ছেলেটার বুক,
তোমার বুক চিরে খাচ্ছে টিবি কীট
দুর্যোগের ঘন কালো মেঘ ছিঁড়ে কেটে
আমরা চাঁদা তুলে মারবো সব কীট
বুলেটের রক্তিম পঞ্চমে
ছিঁড়বে ঘাতকের মিথ্যা আকাশ ?
কে গাইবে জয়গান ?
বশন্তে কোকিল কেশে কেশে রক্ত তুলবে
সে কিসের বসন্ত ?”


----
মাণিক বন্দ্যোপাধ্যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন