সোমবার, ২৪ জুন, ২০১৩

সারাদিন বৃষ্টিতে / ত্রিভুবন জিৎ মুখার্জী ২৫.০৬.২০১৩ / বেলা ১১.০৭


সারাদিন বৃষ্টিতে আমি অস্তব্যাস্ত
অসময়ে এলো ফোন টা তাই ব্যাস্ত
ভ্যাপসা গরমে জদিও অভ্যস্ত
ঠান্ডা জল খাওয়াতে জীবন আস্যস্ত 
সংসারের চাপে জীবন ভারা ক্রান্ত
আমি হয়েযাচ্ছি দিন দিন রোগাক্রান্ত
টেন সন্ সাম্লে হচ্ছি পরিশ্রান্ত
তোবুও আছি , থাকবো ; ধীর শান্ত !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন