বুধবার, ১২ জুন, ২০১৩

‘এসেছে বরষা এসেছে নবীন বরষা, / জীবনানন্দ /





এসেছে বরষা এসেছে নবীন বরষা,
গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা 
দুলিছে পবনে সনসন বনবীথিকা,
গীতময় তরুলতিকা ।
শতেক যুগের কবিদলে মিলি আকাশে
ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে
শতেক যুগের গীতিকা ।
শশতগীতমুখরিত বনবীথিকা’ ।।

বর্ষা মানে খরতাপের অবসানে রসসিক্তা ধরনীতে নব-সৃষ্টির বীজ । বর্ষা মানেগানকবিতাও । বর্ষা  মানে—
 কেবল আঁখি দিয়ে  আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব’  ’ বরিষণমুখরিত শ্রাবণ-রাত কবির কাছে তো এই বারতাই নিয়ে আসে -

বালিশে মাথা রেখে যারা ঘুমিয়ে আছে
তারা ঘুমিয়ে থাকে;
কাল ভোরে জাগবার জন্য ।
যে-সব ধূসর হাসিগল্পপ্রেমমুখরেখা
পৃথিবীর পাথরে কঙ্কালে অন্ধকারে মিশেছিলো
ধীরে ধীরে যেগে ওঠে তারা;
পৃথিবীর অবিচলিত পঞ্জর থেকে খশিয়ে
আমাকে খুঁজে বা করে । (জীবনানন্দ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন