সায়ন্তি রায় ঃ-
কি রে মেয়ে, তোর রোজ কেন দেরি হয় ???
কি রে মেয়ে, তোর রোজ কেন দেরি হয় ???
বৌদি বেচারি একা হাতে হিম সিম খায় ।
ছেলে মেয়ে দুটোই জানিসত কি বিচ্ছু -
সারাদিন বায়না বৌদিকে করতে দেয়না কিচ্ছু
আজো আবার ছেলের জ্বর ! বরটাতো চির রুগি
ছেলে মেয়ে দুটোই জানিসত কি বিচ্ছু -
সারাদিন বায়না বৌদিকে করতে দেয়না কিচ্ছু
আজো আবার ছেলের জ্বর ! বরটাতো চির রুগি
এই সবের ঝামেলায় বলত আমরা কেন
ভুগি ?
আচ্ছা শোন ! তোর মেয়েটাত এবার ১২ বছরে পড়বে !
আচ্ছা শোন ! তোর মেয়েটাত এবার ১২ বছরে পড়বে !
পাঠিয়েদিসত কাল থেকে , বৌদির
হাতে হাতে কাজ করবে ।
স্কুলে পড়ছে ??? হে ভগবান কি
হবে তাতে ???
তার চেয়ে কাজে লাগা থাকবে দুধে ভাতে
বৌদির ত জানিস , এন জি ও’ র হাজার একটা কাজ ,
শিশু শ্রমিক ও সর্ব শিক্ষার কর্মসুচি বানাবে আজ ,
যা যা কাজ কর, দাঁড়িয়ে থাকিসনা ...
বাসি বিছানা পড়ে আছে ,
বসেনি এখন রান্না .............
তার চেয়ে কাজে লাগা থাকবে দুধে ভাতে
বৌদির ত জানিস , এন জি ও’ র হাজার একটা কাজ ,
শিশু শ্রমিক ও সর্ব শিক্ষার কর্মসুচি বানাবে আজ ,
যা যা কাজ কর, দাঁড়িয়ে থাকিসনা ...
বাসি বিছানা পড়ে আছে ,
বসেনি এখন রান্না .............
যা ! হাঁ করে তাকিয়ে আছিস কি ....?
খেয়ে পরে থাকতে পাবি,আর তোর
চাই কি?
মাস গেলে মাহিনা , সঙ্গে টিভি দেখা মাগনা
বছরে বেড়ান আর থাকা খাওয়া মাগনা
এর চেয়ে পাবি কোথাউ , ভাল ঘর !
বলনা !!
চুপ করে থাকিসনা কিছু কথা বলনা
কাজের লোক বলে কেউ করবে না
ফেলনা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন