শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪

নীল রতন চক্রবর্ত্তীর কবিতা



         

ওসব প্রাচীন ,ব্যাকওয়ার্ড ধারণা মাত্র,
যদি ভুলেও পা দাও ... তবে তুমি অশ্বডিম্ব
তাই, যদি মগজে গ্রে ম্যাটার থাকে ও পথ মাড়িও না ভুলেও
বরং গা ভাসাও কাঁচ কাঁচ সময়ের উন্মাদনায়
সব শেষ হলে এস ফিরে পাতা ছাওয়া কুটীরে
,মাটির প্রদীপে,জ্যোৎস্নার আলোয় বাঁশবনে
একবার প্রাচীন গন্ধ মাখা উজ্জ্বল স্ব-ভূমিতে
জেনে নিতে নিজস্ব অহংকার.....................
নীল রতন চক্রবর্তী ৩০১০২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন