বুধবার, ২ মে, ২০১২

চণ্ডালিকা


চণ্ডালিকা

লহারিতে ঢোকার মুখে
আদিবাসি গ্রাম
ছোট ছোট সারি বাঁধা ঘর
গরু,ছাগল, মুরগীও আছে
বুড়ীরাও দু-হাতে ভর দিয়ে উবু হয়ে ব’সে

বহু দূরে চোখে পড়ে বাঁধানো পাতকুয়ো
জল তোলে যুবতী মেয়েরা
চন্ডালিকার মতো

শুধু, আনন্দ আসে না কখনও
সে কুয়ার পাড়ে
বলে না হৃদয় নিংড়ানো স্বরে
‘জল দাও’

লহারির চন্ডালিকা তাই
দেখে না নিজেকে মায়া দরপণে
লহারির চন্ডালিকা তাই চেনে না আপন হৃদয়

বিষণ্ণ সোনালী সন্ধ্যা নামে বটের ঝুরিতে
চন্ডালিকা বসে থাকে মিথ্যে আশায়
যদি বা এখনও আসে,
যদি বা আনন্দ এসে দু-হাত বাড়ায় !

ঝর্ণা চ্যাটার্জি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন