বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২


[মানভূমের অনন্য সম্পদ হল তার ঝুমর গান। কথিত আছে, পঞ্চকোট মহারাজের মহিষী রানী বসুমতীর নৃত্য-গীতের শিক্ষাগুরু ছিলেন সুবল। রানী বসুমতী এবং সুবলের প্রেমের প্রকাশ হল এই ঝুমুর গান। সেই কিংবদন্তীর উপর এই কবিতা লিখিত............ঝর্ণা চট্টোপাধ্যায় ]

ঝুমুর বৃতান্ত

পঞ্চকোট পাহাড়চূড়ায়
বেজে ওঠে মাদল ...

প্রাসাদ অলিন্দে শোনা যায় নুপূর নিক্কণ
নৃত্যের তালে তালে ঝামরী ওঠে যুবতী মহিষী, রানী বসুমতী
গুরুর নির্দেশে

কখনো চকিত মুখ, কখনো মথিত
ললিত বিভঙ্গ লতা, সুবল বাহু

পরতে পরতে জড়ায় আদিম রিপু
সঙ্গীতে, নৃত্যে

জন্ম নেয় কামনা সংগীত
ঝুমুর তার নাম
গুরু-সহবাসে...

.ঝর্ণা চট্টোপাধ্যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন