একটি অত্যাধুনিক কবিতা
~~~~~~~~~~~~~
চাঁদের জ্যোৎস্না মেখে গরু মাঠে খেয়ে যায় ধান
হে গরু,তোমাকে দেখে শ্রদ্ধায় ভরে গেল প্রান
খাদের পাশেই ছিল খাদকের বাড়ি,
তল্লাশি করে মেঘ গভীর আঁধারে,
খুঁজে পেল বেবেন্দেজ ছাতা,
যে ছাতায় গরুর ছায়ার তলে তোমাকেই চাই !
গরুরাও বড়ো ভাল গায় আজ,
গাধাদের চেয়ে বেশি ভাল !
ছাগলেরা বড় ভাল লেখে আজ,
তোমার আমার চেয়ে অনেক অনেক গুন বেশি !
তীর্থের কাকের মত হা-পিত্যেশ করে বসে থাকি,
কখন তোমার লেখা কাঁদাবে আমায়,
এদিকে রুমাল নেই চোখ মুছিবার ,
জুতো মুছে হারিয়েছি কাল !
এ তোমার এ আমার পাপ,
জিজীবিষা !!!
দেবাশীষ কাঞ্জীলাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন