চির সঙ্গিনী ...
ফাগুন এসেছে আজ
রং এর ডালি মেলে
রং আবীরেতে মাতওালা
সকলের মন ভুলে
প্রীতির পাপডি মেলে
বিশ্বতে চলে বন্ধুত্যের
ডানা মেলে মন উডে চলে
দিগ দিগন্ত থেকে আসা
কত অভিনন্দন আমার
বুক আলোঢ়ন করে
যেন উজাড করে
দিয়েছে কেউ আপনারে
এক হৃদয় আরেক কে বোঝে
বোঝে যানে সে কে?
সেই বন্ধু যাকে দেখিনি
সে যেন অতি আপনার
বোঝায় সে আমার কে !
এ যেন এক অদম্য অনুভূতি
স্নেহ ভালোবাসা পরশের অনুভূতি
সব একাকার হোয়ে যায়
মণে হয় সে আমার চির সঙ্গিনী
তারে আমি চিনি সে আমার চির সঙ্গিনী !!!!!
****ত্রিভুবনজিৎ মুখারজ্জী ****
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন