সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

দংশিত প্রেম

দংশিত প্রেম


ভগ্নস্থুপের নিষ্ঠুর চিত্র আঁচ টানে ,
প্রত্যাখ্য়িত আত্মসত্তার অন্তরালে I
প্রজ্যোলিত প্রতিহিংসার লেলিহান শিখা ,
উন্মত্ত - উদ্ধত - হুঙ্কারিত !!!
অশ্রু বারি অঙ্গারে রূপান্তর ,
খ্খোভ উল্কা বৃষ্টির ছিন্ন - বিচ্ছিন্ন হৃদয় !!!
নিষ্ঠুরতায় প্রেমের কলি চূর্ণ - বিচূর্ণ
ক্ষিপ্র দংশিত প্রেম !!!!!!

Post By:- গোপা ভট্টাচার্য্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন